মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পর্যায়ে ৬ নভেম্বর মডেল মসজিদের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার নবম শ্রেণীর শিক্ষার্থী সাবিহা ইসলাম সাবা কবিতা আবৃতি , রচনা প্রতিযোগিতা, বক্তিতায় অংশগ্রহণ করে ৩টিতেই প্রথম স্থান অধিকার করেছে । পুরষ্কার বিতরণী অনুষ্ঠান থেকে প্রথম স্থান অধিকারকারী সাবা ৩টি পুরস্কার ও সনদপত্র গ্রহণ করে ।
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর দিকনির্দেশনায় প্রতিযোগিতায় বিজয়ীদের নামের তালিকা ইসলামিক ফাউন্ডেশন মোহনগঞ্জ শাখায় প্রেরণ করেন । সাবা উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বরাবরই পুরস্কার গ্রহণ করে ।
দৈনিক জননেত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি ও ভোরের ডাক উপজেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম রতন এর একমাত্র মেয়ে সাবিহা ইসলাম সাবা। সাবার মাতার নাম শামরীন জাহান শিল্পী । মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অভিনন্দন জানিয়েছেন ৩টি বিষয়ে প্রথম স্থান অধিকার করায়। সাবার পিতা মাতা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় এই অর্জন বলে দাবি করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply