বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :

নেত্রকোনা-৪ আসনে  নির্বাচনী গণসংযোগে ব্যস্ত, বাবর 

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ পঠিত

 

 

 

 

মদন  প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নিজ এলাকায় নির্বাচন করতে পারবেন এমনটা কখনো ভাবেনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার মদন উপজেলা পাবলিক হল মাঠের সংবর্ধনায়   এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারো নির্বাচন করতে পারব কখনো ভাবি নাই।,

এ জন্য মহান আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি।পাশাপাশি আমার দল আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও  আমার নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হয়ে প্রথম এলাকায় আগমণে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এইজন্য আমার নেত্রকোনাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি।,

কারণ নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে এবং আমার নির্বাচনী এলাকা নেত্রকোনার ৪ মদন, মোহনগঞ্জ খালিয়াজুরীর ভাটি বাংলার মানুষ আমার জন্য রোজা রেখেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে।  তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না।আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ’

আগামীতেও হাওর পাড়ের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহ তায়ালা, আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এই ব্যাপারে আমার কোন বক্তব্য নেই।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি