বিশেষ প্রতিনিধি: এনামূল হক পলাশের ‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’র পাঠ উন্মোচন কবি ও চিন্তক এনামূল হক পলাশের ‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের প্রকাশনা এবং পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।,
১৫ নভেম্বর বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান ঘাসফুল।পাঠ উন্মোচন অনুষ্ঠানে মূল বক্তব্য দেন কবি, গবেষক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক শামস আরেফিন।,
পাঠ উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি নকিব মুকশি, সৈয়দ ওয়ালী, আকরামুল হক, মাসুম মুনাওয়ার এবং অভ্র ভট্টাচার্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঈন মুনতাসীর, উদয়ন রাজীব, সুমগ্ন সৌর, আজিম হিয়া, নিশাত ফারজানা, মোশাররফ হোসাইন, আমিনুর রহমান পাশা, নোমান প্রধান, আহমেদ তোফায়েল, এহসানুল হক, অনার্য শান্ত, সানাউল্লাহ সাগর, মুহাম্মদ হাসিনুল আলম সুজন, রহমান ইমন, সাইদ মুহাম্মাদ ওলিউল্লাহ, ফরিদ উদ্দিন রনি ও প্রকাশক মাহ্দী আনামসহ অনেকে।,
অনুষ্ঠান গ্রন্থনা ও সঞ্চালনা করেন পলিয়ার ওয়াহিদ। প্রবন্ধের গ্রন্থটি প্রকাশ করেছে ঘাসফুল। প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। মূল্য ২৩০ টাকা।
Leave a Reply