মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ৩নং তেতুলিয়া ইউনিয়নের আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা গাছের ডালে টানানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জাতীয় পতাকা টানানোর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পোষ্টের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।,
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনকে সাংবাদিক মোবাইল করলে তিনি বলেন আমি রাস্তায় সিএনজিতে আছি। অফিসে এসে ব্যবস্থা নিব।পরে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ পেয়ে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে শোকজ করেছি।,
জাতীয় পতাকা অবমাননার ঘটনায় কয়েক ঘন্টা পর ওই বিদ্যালয়ের শিক্ষকের সঠিক তথ্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন দিতে পারেননি। অপর এক ভিডিওতে দেখা যায় বৃহস্পতিবার ১০টা পর্যন্ত আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা যায় নি এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছে।
Leave a Reply