মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোণা মোহনগঞ্জ উপজেলা থেকে ২৪ ঘন্টার বিশেষ অভিযানে ৩জনকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন নওহাল গ্রামের বাসিন্দা আব্দুল বারেকের ছেলে মোঃ হিমেল মিয়া (৩৩), টেংগাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৪৯) ও কাজিহাটি গ্রামের বাসিন্দা মনির উদ্দিনের ছেলে আলম (৪১)।,
২৩ নভেম্বর তাদেরকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫১ পিছ ইয়াবাসহ হিমেল মিয়া ও নজরুল ইসলামকে শনিবার আটক করেছে। আটকের আগে হিমেলের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও নজরুলের বিরুদ্ধে ১০টি মাদক মামলা রয়েছে। ,
পুলিশ আরো জানায়, ২২৮/২৪নং মামলায় আলমের ৪ মাসের সাজা হয়। সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর ইসলাম বলেন, হিমেল ও নজরুলকে মাদক মামলা ও আলমকে ওয়ারেন্ট তামিল করে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
Leave a Reply