বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিশের নেত্রকোণা -১ আসনের মনোনীত র্প্রাথী, সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানীর রিক্সা প্রতীকের পক্ষে নেত্রকোনায় ১ আসনে খেলাফত মজলিশের নির্বাচনী প্রচারনা সোমবার কলমাকান্দা ও র্দুগাপুর উপজেলার বভিন্নি ইউনিয়নে শোডাউন ও পথসভা করে দলটির নেতা- র্কমীরা।,
কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে নির্বাচনী মিছিল বের হয়ে উপজেলার বভিন্নি সড়ক প্রদক্ষিণ করে র্দুগাপুর উপজেলায় প্রবেশ করে।পরে র্দুগাপুরের বভিন্নি ইউনিয়নে জনসংযোগ চালানো হয়।এসময় বভিন্নি পথসভায় বক্তব্য রাখেন, র্প্রাথী গোলাম রব্বানী, র্দুগাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহ সভাপতি মুফতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান,কলমাকান্দা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, সাধারণ সম্পাক হাফেজ আমিনুল ইসলাম।
Leave a Reply