বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

মোহনগঞ্জে সরকারি জায়গা দখল করার অভিযোগে কালামের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৯ পঠিত

 

বিশেষ প্রতিনিধি: -নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় আবুল কালাম এর বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে ।  এ ঘটনায়  তার বিরুদ্ধে নেত্রকোনা কোর্টে মামলা দায়ের করেন একই এলাকার মৃত আফিজ উদ্দিন এর ছেলে হেলাল মিয়া । মোকদ্দমা নং – ৭৮৯/২০২৫।মোকদ্দমায় হেলাল মিয়া উল্লেখ করেন আবুল কালাম একজন দাঙ্গাবাজ, উশৃংখল, পর ধন লোভী,সরকারি সম্পদ আত্মসাতকারী প্রকৃতির লোক ।,

মোকদ্দমার উল্লেখিত ভূমি মোহনগঞ্জ উপজেলার দরুন বানিহারী গ্রামের উক্ত ভূমি  বি,আর,এস খতিয়ান নং-১ বি আর এস দাগ নং -৪ শ্রেণী কান্দা পরিমাণ -১২২.৫৯ একর।উক্ত ভূমির সাথে  বদর খালি হাওয়ার এর অবস্থান রয়েছে । যাহা অত্র এলাকায় একমাত্র কৃষি জমি এবং উক্ত হাওয়ারে জনসাধারণের চলাচলে একমাত্র রাস্তা ।,

অত্র এলাকার সর্বসাধারণ মানুষ দীর্ঘদিন যাবত তা দিয়ে চলাচলের করে আসছে , এবং কৃষিকাজ গাবাদি পশু আনা-নেওয়া ও জমির ধান আনা নেওয়ার একমাত্র রাস্তা হিসেবে দীর্ঘদিন যাবত লোকজন ব্যবহার করে আসছে । কিন্তু  কালাম মিয়া উক্ত সরকারি রাস্তাটি খাটিয়া খাল খননের চক্রান্তে লিপ্ত থেকে ৭ নভেম্বর তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র সহ প্রস্তুতি নিয়ে সরকারি জায়গা কেটে খাল খননের সময় এলাকাবাসী ও মামলার বাদি বাধা দেয় ।,

এতে আবুল কালাম ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে বাদি গং কে যেকোনো সময় খুন জখম করার হুমকি দেয়। এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী হেলাল মিয়া বলেন,আবুল কালাম একজন ভয়ংকর সন্ত্রাসী লোক সে সবসময় মানুষের জায়গা জমি দখল করে সরকারি জায়গা দখল করে এলাকায় সে ভূমি দস্যু হিসেবে পরিচিত ।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি