বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :

মোহনগঞ্জে মাদকসহ আটক- ২

কামরুল ইসলাম রতন
  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৪৯ পঠিত

 

মোহনগঞ্জ  সংবাদদাতা ঃ

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভায় চেক পোস্ট তদারকির সময় মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নির্দেশে দায়িত্বরত এস.আই মোঃ রবিউল আউয়াল স্টেশন রোডে সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন।,

এসময় স্টেশন রোডে সিএনজি স্ট্যান্ড থেকে ২জন মাদক কারবারীকে আটক করেছে  পুলিশ। আটকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাদবপুর থানার বেংগাটিলা গ্রামের সম্রাট সাঁওতালের ছেলে অন্তু সাঁওতাল (২৫) এবং রসুলপুর গ্রামের মোঃ রহিম মিয়া ছেলে মোঃ আব্দুল করিম (১৮)।,

১২ নভেম্বর মাদক আইনে ওই ২ জনকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে  গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রবিউল আওয়ালসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই দুই মাদক কারবারীকে আটক করে। এসময় অন্তু সাঁওতাল ও আব্দুল করিম যাত্রী বেশে মোহনগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে ওই গাঁজা ময়মনসিংহে নিয়ে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।,

তখন দুটি কালো ব্যাগে ১২ কেজি গাঁজা উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে মাদক মামলা রুজু করে বুধবার নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি