মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের কাজি অফিস মোড়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এম.এ কাদের পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অংকন (২৫) কে মাদক আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পরে তাকে পুলিশের হেফাজতে নিয়ে ১৩ নভেম্বর জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনাকালে কাজী অফিসের মোড়ে পাকা রাস্তার উপর শাফিন খান পাঠান ওরফে অংকনকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে চুরি, মাদকসহ মোহনগঞ্জ থানায় ১৬টি মামলা রয়েছে।
Leave a Reply