মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ডায়রিয়া ওয়ার্ড আনুষ্ঠানিকভাবে ১৬ নভেম্বর ৩য় তলায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম।,
এসময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, প্রধান সহকারি মোঃ মাহবুবুর রহমান খান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নূরে ফারজানা প্রমুখ। মোহনগঞ্জ হাসপাতালের ডায়ারিয়া রোগীদের আলাদা কোন ওয়ার্ড ছিল না।,
পুরুষ ও মহিলা ওয়ার্ডের মাঝামাঝি খালি জায়গার মেঝেতে ডায়ারিয়া রোগীর চিকিৎসা করা হতো। ৪ নভেম্বর নেত্রকোণা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম এর কাছে আলাদা ওয়ার্ড খোলার জন্য মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন দাবী করলে তিনি মানবিক বিবেচনায় বিষয়টি আমলে নিয়ে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলামকে।,
উক্ত নির্দেশের প্রেক্ষিতে আজকে হাসপাতালের তৃতীয় তলায় আলাদা ডায়ারিয়া ও ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়। এতে ডায়ারিয়া রোগীরা অনেকটা ভোগান্তি থেকে রেহায় পেয়েছে আজ থেকে। মোহনগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি আজ বাস্তবায়ন হয়েছে। আমাদের ভোরের ডাক ও জননেত্র (প্রেসক্লাব সম্পাদক) প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম রতন নেত্রকোণা সিভিল সার্জনকে অশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply