মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের থানা রোডস্থ বসুন্ধরা মোড়ে ব্যবসায়ী নারায়ন পালকে (৪২) নিজ দোকানে অজ্ঞাত দুবৃর্ত্তরা গলাকেটে জবাই করে খুনের ১ মাস ১৪ দিন পর ১জনকে আটক করে একদিনের রিমান্ড শেষে ২১ নভেম্বর নেত্রকোণা জেল হাজতে প্রেরণ করেন।,
জানা যায় ৫টি ওয়ারেন্টের আসামী প্রবাসীর স্ত্রী প্রাইমারী স্কুলের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন মিতুকে ১৩ নভেম্বর ভালুকা থেকে মোহনগঞ্জ থানা পুলিশ আটক করে।৪টি সাজাপ্রাপ্ত ও ১টি সাধারণ ওয়ারেন্টের আসামী। পরবর্তীতে নারায়ন পালের খুনের মামলার দারগা উক্ত মিতুকে খুনের মামলায় সন্দেহজনক আসামী করে আদালতের অনুমতি সাপেক্ষে একদিনের রিমান্ড আবেদন করেন। আদালতের একদিনের রিমান্ড মঞ্জুর করলে আসামী মিতুকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার জেলা হাজতে প্রেরণ করেন।,
সাবিনা ইয়াসমিন মিতুর স্বামী জাহিদুর রহমান কানাডা প্রবাসী। মিতুর বাপের বাড়ি বাহাম। কিন্তু দক্ষিণ দৌলতপুরে বসবাসরত। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ২০১৭ সনে প্রাইমারী স্কুলে সাবিনা ইয়াসমিন মিতুর সরকারি চাকুরীতে যোগদান করেন। তিনি মোহনগঞ্জ উপজেলার ৩নং তেতুলিয়া ইউনিয়নের গজধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। কিন্তু অর্থ আদালতের মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণের পর থেকে বহিস্কার অবস্থায় আছেন।
Leave a Reply