বিশেষ প্রতিনিধি: বেসরকারী সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব কাটলী বিএনপি এসএমএফটি প্রশিক্ষণ কক্ষে স্থানীয় সরকার ও সামাজিক প্রতিষ্ঠানে নারী অংশগ্রহন বৃদ্ধি কল্পে আয়োজিত এক লিয়াজো মিটিং অনুষ্টিত হয়। নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: তফসির উদ্দিন খান বলেছেন, সিদ্বান্ত নেয়ার কাঠামোয় নারীর অংশগ্রহণ বৃদ্ধি কল্পে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং নারীদেরকেও সে জায়গাগুলোতে যাওয়ার জন্য যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে। মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় এবং কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবতীর্র সভাপতিত্বে অনুষ্ঠিত লিয়াজো সভায় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রতিনিধি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান সুমন, কাইলাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, নেত্রকোণা পৌরসভার কাউন্সিলর আঃ হেলিম, শামীম রেজা সরল, মহিলা কাউন্সিলর শামীম আরা শিল্পী ও শিমুল চৌধুরী বেবী এবং রৌহা ইউনিয়নের নারী সদস্য সুমাইয়া সিদ্দীকা।
সভায় উপস্থিত নারীদল ও ক্লাষ্টার কমিটির প্রতিনিধি গনআলোচনায় অংশগ্রহণ করে তাদের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয় সমূহ শেয়ার করার পাশাপাশি প্রতিষ্টানে সম্পৃক্ত হওয়ার তাদের আগ্রহ ও সকলের সহযোগিতার উপর গৃরুত্বারোপ করা হয়। লিয়াজো মিটিং শেষে অন্য একটি অনুষ্ঠানে নারী প্রগতি সংঘের উদ্যোগে কৃষি কাজের সহিত জড়িত করোনা কালে ক্ষতিগ্রস্থ ২০ জন কৃষানীর হাতে উপজেলা চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃষিকাজ পুনরায় শুরু করার জন্য বিভিন্ন উপকরণ ক্রয়বাবদ অনুদান হিসেবে প্রত্যেককে ৩ হাজার টাকা বিতরণ করেন। এস/জ
Leave a Reply