বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরের আঞ্জুমান স্কুলের দেয়ালে পেপার কর্ণার উদ্ধোধন করা হয়েছে। নেত্রকোণা পৌর এলাকার জয়নগর কলিবাড়ী রোডস্থ আফছার—সুলতানা ফাউন্ডেশন এর উদ্যোগে শহরের পথচারীদের সংবাদপত্র পাঠের সুযোগ তৈরির লক্ষ্যে পেপার কর্ণার গতকাল উদ্বোধন করা হয়েছে।
আফছার—সুলতানা ফাউন্ডেশন এর চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আছমা আহমেদ ওয়ারেসি ও নির্বাহী পরিচালক ও সহ—সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাজমুল হুদা ওয়ারেসি চঞ্চল এর সার্বিক সহযোগিতায় এ পেপার কর্ণার উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সেক্রেটারী এম. মুখলেছুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মো: খোকন কবির, সাবেক ছাত্র নেতা বিজয় চক্রবর্তী, পিয়াস, শ্রমিক নেতা রমযান আলী প্রমুখ।
Leave a Reply