কলমাকান্দা সংবাদদাতাঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে মজিবুর রহমান (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ। মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার লেংগুড়া ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
মজিবুর রহমান দূর্গাপুর উপজেলার পূর্ব নলুয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে পেশায় অটোরিক্স চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল দশটার দিকে মজিবুর রহমান বাড়ি থেকে অটোরিক্স নিয়ে বের হয়। পরে সে আর বাড়ি ফিরে যায়নি। মঙ্গলবার দুপুরে লাশের খবর পেয়ে তার বাবা আবুল কাশেম তার ছেলের লাশ শনাক্ত করেন।
নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, কলমাকান্দা থানার ওসি মোঃ আব্দুল আহাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অপরদিকে কলমাকান্দা পশ্চিম বাজারে ওয়ালটন প্লাজার ৩য় তলা ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতা বশতঃ কলমাকান্দা সদর ইউনিয়নের চকপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে গফুর মিয়া (৩০) মাটিতে পড়ে মৃত্যুবরণ করেছে। ওসি আব্দুল আহাদ খান জানান, উভয়ের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply