রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন

নেত্রকোনায় ১ বছরে ২৬১ জনের মৃত্যু, বেশি সড়ক দুর্ঘটনায়

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৮৩ পঠিত

দিলওয়ার খান- বিশেষ প্রতিনিধি: ২০২১ সালে নেত্রকোনায় হত্যা, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে মৃত্যুসহ ২৬১ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, জেলার ১০টি উপজেলায় ২০২১ সালের জানুয়ারিতে ১১টি, ফেব্রুয়ারিতে ১২টি, মার্চে ২৮টি, এপ্রিলে ২১টি, মে মাসে ২৫টি, জুনে ২৩টি, জুলাইয়ে ২৭টি, আগস্টে ২৯টি, সেপ্টেম্বরে ৩০টি, অক্টোবরে ১৬টি, নভেম্বরে ২০টি এবং ডিসেম্বরে ১৯টিসহ মোট ২৬১টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। তবে স্থানীয় সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী অপমৃত্যুর ঘটনা আরও বেশী।

জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে অনেকটা উৎকণ্ঠা কাজ করছে। স্থানীয় সামাজিক উন্নয়ন প্রতিষ্টান রোড সেফটি নিয়ে কাজ করে এআরএফবি পরিচালক কাওসার খান রনি বলেন, দূর্ঘটনার হার কমাতে হলে অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ এবং মাদকাসক্ত অবস্থায় কেউ যেন গাড়ি না চালায় এবং ট্রাফিক আইন যাতে সবাই মেনে চলে তার জন্য ট্রাফিক বিভাগকে আরো সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে সবাইকে।

এ বিষয়ে নেত্রকোনা বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন বলেন, আমরা বাস ও ট্রাক চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাসহ সচেতনতা মুলক কর্মকান্ড পরিচালনা করছি। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, পুলিশ বিভাগের পক্ষ থেকে সড়ক দুঘটনা রোধ ও ট্রাফিক আইন মেনে চলতে চালক, হেলপার এবং পথচারীদের মাঝে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি