বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলা সদরে প্রায় সাড়ে ১১ কিলোমিটার দৈর্ঘে্যর চল্লিশা—রাজুর বাজার বাইপাস সড়ক নির্মাণ কাজ থমকে রয়েছে জমি অধিগ্রহণ না হবার কারণে। তবে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনির হোসেন জানিয়েছেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ওই সড়কটির প্রায় ৮৪ একর জমি অধিগ্রহণ কাজ খুব দ্রুতই সম্পন্ন হতে যাচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে। গত দেড় বছর করোনা মহামারি আর প্রয়োজনীয় জনবল সংকট থাকার কারণে অধিগ্রহণ কাজ বিলম্বিত হলেও এখন এখানকার জমি ও জমির মালিকদের চিহ্নিতকরণ কাজ প্রায় শেষের দিকে রয়েছে।
নেত্রকোনা সওজ—এর নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান জানান, প্রায় সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা থেকে শুরু হয়ে কুনিয়া ও মেদনি দিয়ে রাজুর বাজার এলাকায় গিয়ে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের সঙ্গে মিলবে। এ সড়কে বারহাট্টা এবং মোহনগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলায় যাওয়া যাবে। সড়কটির সঙ্গে ৪টি পাকা সেতু ও ২১টি কালভার্ট সংযুক্ত করা হবে। সড়কসহ এসবের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ২৫৭ কোটি ২১ লাখ ৭২ হাজার টাকা।
২০২৩ সালের জুন মাসের মধ্যে সংযোগ সড়কটির নির্মাণ কাজ শেষ করার নির্ধারিত সময় দেয়া আছে। ইতিমধ্যে ওই চারটি সেতুর ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন ওই প্রকৌশলী। স্থানীয়রা জানান, ওই বাইপাস সড়ক নির্মাণ কাজের উদ্যোগটি যোগোপযোগি। কিন্তু নির্ধারিত সময়ে এ কাজ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, ওই বাইপাস সড়কের জমি অধিগ্রহণ কাজ অচিরেই শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে সড়কটি নির্মাণ করার পদক্ষেপ নেয়া হবে। সড়কটি নির্মিত হলে শহর যানজট ও দুর্ঘটনা মুক্ত থাকবে বলেও জানান তিনি। এস/জ
Leave a Reply