মোহনগঞ্জ সংবাদদাতাঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে ৩ টি গ্রামে ৭৫/৮০ টি কাঁচা ও আধাপাকা ঘর ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ করে দেয়। উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন চেয়ারম্যান এর মাধ্যমে তালিকা প্রনয়ন ও শুকনো খাবার পাঠিয়েছি।
মোহনগঞ্জ উপজেলার গত বৃহস্পতিবার রাত ৯ টায় ঘূর্ণিঝড় ৫ মিনিট স্থায়ী হয়। ঘূর্ণিঝড়ে ৩ নং তেতুলিয়া ইউনিয়ন এর পশুখালী গ্রামে ৫০ টি, হরিপুর গ্রামে ১৫ টি ও ২ নং বড়তলী বানিহারী ইউনিয়নের নয়াগাও গ্রামে ১০ টি ঘর ভাঙার খবর পাওয়া গেছে । ঘূর্ণিঝড়ে যুবক বৃদ্ধা সহ ৭/৮ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গৃহপালিত পশু ঘূর্ণিঝড়ে আঘাতে আহত হয়েছে। পশুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান শিক্ষক শহীদুল্লাহ জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকঞ্জি বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে পাঠিয়েছি। ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত তালিকা প্রণয়ন করা হবে। ইতিমধ্যে কিছু শুকনো খাবার পাঠিয়েছি ।
Leave a Reply