শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরীতে স্কুল, মাদ্রাসা, কারিগরি, শাখার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত     কেন্দুয়া ডিগ্রি কলেজে সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল খালিয়াজুরীর প্রকাশনাথ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নেত্রকোণায় প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত খালিয়াজুরীতে নব নিযুক্ত ইউএনও যোগদান উপলক্ষে মতবিনিময় খালিয়াজুরীতে বিএনপি’র সম্মেলনে সভাপতি স্বাধিন-সম্পাদক কেষ্টু কলমাকান্দায় ভর্তুকির হারভেস্টার বল প্রয়োগে অন্য উপজেলায় প্রদানের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মোহনগঞ্জে সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মিজান, সম্পাদক কালাম নেত্রকোণার মিতালী সংঘের ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু খালিয়াজুরি উপজেলা বি.এন.পির সম্মেলন ২৮ জানুয়ারি

নেত্রকোনায় বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৫১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের দেশব্যাপী ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোনায় হতদরিদ্র অসহায় ১০হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ কার হচ্ছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলা প্রশাসনের মাধ্যমে ৫ হাজার পরিবারের মাঝে দেয়া খাদ্য বিতরন উদ্বোধন করলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। গত রবিবার নেত্রকোনা সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে সদর উপজেলার উদ্যোগে প্রথম দিনে ২ হাজার পরিবারের মাঝে বসুন্ধরার সহায়তা তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক।

বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসীন আলম, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এম খলেছুর রহমান খান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, কালের কন্ঠের সংবাদদাতা মনিরুজ্জামান, মাছরাঙ্গা টিভির মীর মনিরুজ্জামান ,জেলা ত্রান পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ রুহুল আমীন, উপজেলা কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম রেজা খান সরল, ছয় নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল ঢালি, মেদনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান খাজা, চল্লিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক সোহান আহমেদ, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সাংবাদিক আব্দুর রহমানসহ অনেকেই।

বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, দেশের বিভিন্ন জেলায় তৃণমূল হতদরিদ্র মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতেও নেত্রকোনায় এ কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেই সাথে দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে ত্রাণ সহয়তা হাতে পেয়ে আনন্দিত ছিন্নমূল হতদরিদ্র আবেগে আপ্লুত মানুষগুলো বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের উন্নতি কামনা করে দোয়া প্রাার্থনা করেন। জেলার ১০ টি উপজেলার ৫ টিতে পুলিশ প্রশাসন ও বাকি ৫ টিতে জেলা প্রশাসনের উদ্যোগে পর্যায়ক্রমে বসুন্ধরা গ্রুপের শুকনো খাবার প্রতি প্যাকেটে চাল, ডাল ও মুড়ি বিতরণ করা হবে। বিশেষ করে হাওরাঞ্চলে পাহাড়ি ঢল, অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থও অসহায় কৃষকসহ দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে এ সকল ত্রাণ সামগ্রী।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি