বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে বন্যা দূর্গতদের মাঝেসহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
গতকাল রোববার গণমাধ্যম কর্মীদের কাছে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া। বিজ্ঞপ্তিতে জানা যায়,
বৈরী আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর বিজিবি সদস্যগণ স্বশরীরে হাজির হয়ে নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় সোমবার বন্যা কবলিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাসরত বন্যার্তদের সহায়তা এবং বন্যা কবলিত অত্যন্ত দুর্গম এলাকায় গমন করে বন্যায় অসহায় দুঃস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় খালিয়াজুরী এসিল্যান্ড এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
Leave a Reply