বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় নেত্রকোণার স্থানীয় নিবন্ধতি এনজিওসমূহের যৌথ উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার (২৪ জুন) উপজেলার ৩ নং পোগলা ইউনিয়ন এবং ৪নং বড়খাপন ইউনিয়নের চিমটি, চকেরবাড়ী, হোসেনপুর, ফাইলাটি, চরপাড়া, বড়ইউন্দ গ্রামে ত্রাণবিতরণ করে তারা।
এত অংশগ্রহণ করে, সেরা, পল্লী বাংলা সমাজকল্যাণ সংস্থা, স্বপ্নের ছোঁয়া সমাজকল্যাণ সংস্থা, এএসপিএস, আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি), রূপালী, এমএসকেএস, মহিলা উন্নয়ন কেন্দ্র (মউক), এনডিসি, এনইউএস, আরআইএসএইচ।
Leave a Reply