সর্বশেষ সরকারী বিধি অনুযায়ী রামনাথপুর ডি.এস দাখিল মাদ্রাসা, ডাকঘর-রামনাথপুর, কলমাকান্দা, নেত্রকোনার জন্য শূন্যপদে একজন সুপার (সহকারী মৌলভী হিসেবে ০৯ এবং সহকারী সুপার হিসেবে ০৩ বছরের অভিজ্ঞতা), একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া (অনুর্ধ্ব ৩৫ বৎসর) আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সুপার পদে ২০০০ টাকা, নিরাপত্তাকর্মী ও আয়া পদে ৫০০ টাকার পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করুন।
Leave a Reply