মোহনগঞ্জ সংবাদদাতা: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ জোনাল অফিসের আওতাধীন হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা কর্মসূচি নেওয়া হয়। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দুপুর বারোটায় ৫০০ জনের মধ্যে ( কর্মী ২০০, সদস্য ৩০০) ত্রাণ বিতরণ করা হয় ।
মোহনগঞ্জ হোম ল্যান্ডের জোনাল অফিসে বন্যার্তদের ত্রাণ সহায়তা কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমল্যান্ড এর সচিব মোহাম্মদ আলী।
এতে সভাপতিত্ব করেন হোম ল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ইনচার্জ মোঃ রুহুল আমিন তালুকদার। আলোচনা সভা শেষে হোমল্যান্ডের ২০০ কর্মীর মধ্যে চার হাজার টাকার মূল্যে ত্রাণ সামগ্রী জোনাল ইনচার্জকে নিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিতরণ করেন । তাছাড়া ৩০০ সদস্যদের মধ্যে এক হাজার টাকার মূল্যের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় আমাদের প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম রতন সর্বমোট ৫০০ জনের মধ্যে সুশৃংখলভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন । অনেকগুলো আইটেমে বড় ধরনের প্যাকেটে ত্রাণ পেয়ে অনেকেই খুশি হয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।
Leave a Reply