মোহনগঞ্জ সংবাদদাতা :নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ২ নং বড়তলী বানিহারী ইউনিয়নে বরুঙ্কা সুইচগেইট সংলগ্ন পাকা রাস্তা বন্যায় পানির স্রোতে ভেঙ্গে বড় খালে পরিণত হয়েছে। লোকজন চলাচল করার জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে ।
ফলে জনগণের দুর্ভোগ বেড়েছে। ১৬ জুলাই মোহনগঞ্জ উপজেলার ২ নং বড়তলী বানিহারী ইউনিয়নে বরুঙ্কা সুইচগেট সংলগ্ন রাস্তা সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে পাকা রাস্তা ভেঙ্গে খালের সৃষ্টি হয়েছে। খাল টি দৈর্ঘ্য ৬৫/৭০ ফুট প্রস্থ ৬০/৬৫ ফুট , গভীর ৩০/৩৫ ফুট হবে এলাকাবাসী জানিয়েছেন। বন্যার সময় সরজমিনে দেখা গেছে ভাঙ্গা রাস্তার খালটিতে পানির স্রোতে ছিল।
পাকা রাস্তার উপর ৫/৬ ফুট পানি ছিল। তবে লোকজন চলাচল করার জন্য বাঁশের সাঁকো দেয়া হয়েছে। জরুরী ভিত্তিতে খালটি ভরাট করে রাস্তাটির উন্নয়ন করা প্রয়োজন। এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সাথে কথা হলে তিনি বলেন ইতিমধ্য উপজেলা প্রকৌশলীকে সরে জমিনে পরিদর্শন করে প্রাক্কলন তৈরি করে দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে ।
Leave a Reply