সর্বশেষ সরকারি বিধি মোতাবেক নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার জন্য শূন্য পদে সুপারিন্টেন্ডেন্ট ও সহকারী সুপারিন্টেন্ডেন্ট এবং সৃষ্টপদে গবেষণাগার/ল্যাবসহকারী, নিরাপত্তাকর্মী ও আয়া(মহিলা) পদে এক জন কওে লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর সোনালী ব্যাংকের যে কোন শাখায় অফেরতযোগ্য ১০০০/- টাকার (সুপার, সহকারীসুপার ও ল্যাবসহকারী), ৫০০ টাকার নিরাপত্তাকর্মী ও আয়া পদে ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজপত্র ও দুই কপি রঙিন ছবি সংযুক্ত কওে সভাপতি বরাবর আবেদন করতে হবে। সভাপতি,ম্যানিজিং কমিটি, নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা, পোঃনূরপুর বোয়ালী, উপজেলা-খালিয়াজুরী, জেলাঃ নেত্রকোনা। প‚র্বের আবেদন কারীগণের পুনঃ আবেদনের প্রয়োজন নাই।
সভাপতি
Leave a Reply