শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিক নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৯১ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান ভূঞা খোকন নামে প্রবীণ এক সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিক খোকন এক সময় দৈনিক দেশ পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করতেন। তাছাড়া তিনি ছাত্র জীবনে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ভিপি ছিলেন। হাবিবুর রহমান খোকন উপজেলার গন্ডা ইউনিয়নের বীরমহরী গ্রামের মুজিবুর রহমান ভূঞার ছেলে।

জানা গেছে,২৩ আগস্ট রাতে গন্ডা বৈরাটী হতে মোটরসাইকেলের পেছনে বসে পার্শ্ববর্তী আঠারবাড়ি রায়ের বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাইসাকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সাংবাদিক হাবিবুর রহমান খোকনকে বহন করা মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে চালকসহ তিনি আহত হন।

পরে স্থানীয় ও সস্বজনরা মারাতœক আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টায় কর্তব্যরত চিকিৎক হাবিবুর রহমান খোকনকে মৃত ঘোষণা করেন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৬৪ বছর। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাগ্নে মাসুদ মিয়া। তার মৃত্যুতে কেন্দুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজ মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি