বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনায় সংবর্ধিত হয়েছেন নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ। মঙ্গলবার দুপুরে জেলা শহরের মোক্তাপাড়ায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড,উপজেলা ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যৌথভাবে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের সভাপতিত্বে উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর সঞ্চালনায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।,
অন্যদের মাঝে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি খায়রুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক গাজী মুর্তজা হোসেন কামাল,টিম নৌকার আহবায়ক আজাহারুল ইসলাম অরুন প্রমূখ।,
এর আগে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন মুক্তিযোদ্ধারা।এ সময় জেলা প্রশাসক জেলার উন্নয়নের স্বার্থে সহযোগিতা করার জন্য পাশে থাকার অনুরোধ জানান এবং তিনি সকল মুক্তিযোদ্ধাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। অপরদিকে নবাগত পুলিশ সুপার নেত্রকোনার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে সমাজকে অপরাধমুক্ত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।,
Leave a Reply