বিশেষ প্রতিনিধি : নেত্রকোনায় সাধারণ মানুষের নানাবিধ সমস্যা ও সহযোগিতার লক্ষে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর জেলা প্রেসক্লাব হলরুমে হিমালয় উন্নয়ন সংস্থার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হিমালয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সারোয়ার জাহান রঞ্জন, শামীম খান টিটুসহ নেত্রকোনা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সংবাদ সম্মেলনে জনানো হয় বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় হিমালয় উন্নয়ন সংস্থার কার্যক্রম চলমান রয়েছে। এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে, বন্যায় ক্ষতিগ্রস্ত গরীব, অসহায়, খেটে খাওয়া দিনমজুর মানুষকে বিনামূল্যে ও সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য বিতরনের কার্যক্রম চলমান থাকবে। এটি একটি সর্ম্পূন অরাজনৈতিক প্রতিষ্ঠান বলেও জানান তারা।
Leave a Reply