বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অর্ধীন শর্ট কোর্স ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের চলমান শর্ট কোর্স এর সকল প্রোগ্রাম অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। ৬ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে বক্তারা এনএসডির অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের শর্ট পরিচালনার তীব্র প্রতিবাদ জানান।
তারা বলেন, কারিগরি শিক্ষা বোর্ড ছাড়া আর কোন প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার ৭ শত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করার সক্ষমতা নেই।বক্তারা আরও বলেন এনএসডির অধীনে শর্ট কোর্স কারিগরি শিক্ষা প্রোগ্রাম পরিচালিত হলে শিক্ষার মান হ্রাস পাবে। গ্রাম-গঞ্জের শিক্ষার্থীরা এ শিক্ষা থেকে বঞ্চিত হবে। শিক্ষা ব্যবস্থা হ্রাস করার কোন সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী। তাই তা কখনো মেনে নেয়া যায় না।
এ সময় বক্তব্য রাখেন উইন্ডোজ কম্পিউটার এর পরিচালক খোকন সাহা, অনলাইন সিআইটি এর পরিচালক একেএম জহিরুল হক, এক্সেল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এর পরিচালক সুস্থির সরকার, ইউনিক কম্পিউটার এর পরিচালক স্বাতী তালুকদার প্রমুখ। এর পর শর্ট কোর্স ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দ নেত্রকোণা জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, যথাসময়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালযে স্মারকলিপি পাঠানোর ব্যবস্থা করবেন।
Leave a Reply