মোহনগঞ্জ সংবাদদাতা :নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৪ নং মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদারুল ইসলাম আহমদ এর বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ দর্শানোর শোকজ করা হয়েছে।
১১ অক্টোবর মোহনগঞ্জ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার স্বাক্ষরিত চিঠিতে তিন কর্ম দিবসের মধ্যে জবাব দেয়ার জন্য নোটিশ প্রদান করেছেন।জানা যায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর খোলার প্রথম দিন ১০ই অক্টোবর সোমবার বিনা অনুমতিতে বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদারুল ইসলাম আহমদ বিনা অনুমতিতে বিদ্যালয় অনুপস্থিত থাকেন।
অভিবাবকের পক্ষ থেকে বিষয়টি উচ্চ পর্যায়ে অবহিত করা হলে মোহনগঞ্জ উপজেলা শিক্ষা অফিস খোঁজখবর নিয়ে সত্যতা পান । অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ কর্তৃপক্ষ বরাবরে কেন সুপারিশ করা হবে না মর্মে তা পত্র প্রাপ্তির তিন কর্ম দিবসের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য চিঠি প্রদান করেন সংশ্লিষ্ট শিক্ষককে।
Leave a Reply