নেত্রকোনা জেলার দৈনিক জননেত্র পত্রিকার মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম রতন আজ হতে বিশেষ প্রতিনিধির দায়িত্ব পেলেন। দৈনিক জননেত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম, মুখলেছুর রহমান খান ১৬ অক্টোবর রবিবার বিকেল বেলা আনুষ্ঠানিকভাবে বিশেষ প্রতিনিধির কার্ড হস্তান্তর করলেন।
জানা যায়, দৈনিক জননেত্র পত্রিকার জন্মলগ্ন থেকে মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ কামরুল ইসলাম রতন কাজ করে আসছেন।,
তিনি সততা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পত্রিকায় যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছেন। তার কর্মকান্ডে পত্রিকার সম্মান বৃদ্ধি পেয়েছে। অফারেশন ক্লিন হার্ড ও জরুরি অবস্থা সময়ে সত্য ও সাহসী নিউজ পরিবেশন করেছেন। এতে পত্রিকার ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছেন । দীর্ঘদিন জননেত্র পত্রিকায় কাজ করায় তিনি পত্রিকা পরিবারের একজন বিশ্বস্ত সদস্য বটে।,
পত্রিকা কর্তৃপক্ষ উপজেলা প্রতিনিধি হতে তাকে বিশেষ প্রতিনিধির মর্যাদা দিয়ে বিশেষ প্রতিনিধি কার্ড দেয়া হয়েছে। দীর্ঘদিন উক্ত পত্রিকায় কাজ করা সময়ে শতভাগ কাগজপত্র নিয়ে সংবাদ পরিবেশন করায় আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান কিংবা কোন ব্যক্তি প্রতিবাদ করার সুযোগ পাইনি।’
Leave a Reply