বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার ১ মতবিনিময় সভা ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা পৌর শহরের অজহর রোডস্থ মজুমদার পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলার ১০ উপজেলার শতাধিক জুয়েলার্স ব্যবসায়ী গণ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি চঞ্চল সরকার। সাধারণ সম্পাদক দীপক সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ডা: দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব মোঃ রিপনুল হাসান, কার্যনির্বাহী সদস্য উত্তম ঘোষ ও চন্দন কুমার ঘোষ। সভায় অন্যান্যের মাঝে বসুন্ধরা গ্রুপের সহকারী ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সভাপতি সায়েম সোবহান আনভিরের দিক নির্দেশনায় দেশব্যাপী জুয়েলার্স এসোসিয়েশনকে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply