‘‘কলমাকান্দা সংবাদদাতা ঃনেত্রকোনা জেলার কলমাকান্দায় জোরপূর্বক স্কুলের জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ ওঠেছে স্থানীয় বাসিন্দা আরশাদ মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার কৈলাটি ইউনিয়নের কনুড়া গ্রামের হুগলী কনুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রধান শিক্ষকের দাবি বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করলেও কোন কাজ হয়নি। জানা যায়, ১৯৭২ সালে মৃত বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।‘‘
পরে ওই স্কুলের অনুকুলে ৫২ শতাংশ জমি মৃত রংগু মিয়া রেজিস্ট্রি করে দেয়। হঠাৎ তার ছেলে ২০ শতাংশ জমি দখলে নিয়ে বসতবাড়ি নির্মাণ করেন। উক্ত বিদ্যালয়ে ইউনিয়নের পাঁচ গ্রামের দেড় শতাধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক টিটু তালুকদার বলেন, স্কুলের জমিতে জোর করে বসতবাড়ি নির্মাণ করেছে। উক্ত জমিতে ৫২ শতাংশ জায়গা বিদ্যালয়ের নামে সাফ কাওলা দলিল রয়েছে। স্কুলের জায়গাটি দখল করায় জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না।,
এমনকি ছাত্র-ছাত্রীদের খেলার মাঠ না থাকায় খেলাধুলার অসুবিধা হচ্ছে।এ বিষযয়ে অভিযুক্ত আরশাদ মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ আমি এখানে বসবাস করছি। কিন্তু‘ এ পর্যন্ত কেউ জমির দাবি করেনি। আমার কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন জানান, বিষয়টি শুনেছি প্রয়োজনীয় কাগজপত্র দেখে প্রশাসনের সহায়তায় জমি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।,
Leave a Reply