বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌরসভার থানা সম্মুখে গতিরোধ করে মারপিট, টাকাসহ মোবাইল নিয়ে যাওয়ার ঘটনায় ৯ নভেম্বর একজনকে গ্রেপ্তার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।,
জানা গেছে উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা মোঃ গোলাম কিবরিয়া (৪৭) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে একই ইউনিয়নের শ্যামপুর গ্রামের তরিকুল ইসলাম চাষীর ছেলে আসামী মুশফিকুজ্জামান চাষী (২৬) কে গ্রেপ্তার করে। অপরদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নেত্রকোণার মামলায় ৭নং গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ী গ্রামের মোছাঃ সখিনা বেগম (৩৮) বাদী হয়ে একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করে মোহনগঞ্জ থানায়।,
পরবর্তীতে মোহনগঞ্জ থানা পুলিশ ইয়াদ আলীর ছেলে সেকুল মিয়া (৪৫) কে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে। জানা গেছে, সেকুল মিয়াকে গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply