নেত্রকোণা জেলার মোহনগঞ্জে অটো চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে দু’গ্রপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অত্র উপজেলার ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়নের মানশ্রী ভিটাবাড়ি গ্রামের জজ মিয়ার ছেলে অটোচালক মোঃ হাসান মিয়া (৩৮) নিহত হয়।
১৬ নভেম্বর মোহনগঞ্জ পৌরসভার রেল স্টেশন এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভয়াবহ সংঘর্ষে ৫০জন আহত হয়। গুরুত্বর আহত মোঃ হাসান মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
৪নং মাঘান-সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক মোঃ হাসান মিয়া মারা যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন। অপরদিকে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, হাসান মিয়া নামে একজন ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মারা গেছে তার শুনেছি। তিনি আরো বলেন, ওই ৬ঘন্টা ব্যাপী ভয়াবহ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ১০টি টিয়ারশেল ও ৫১টি রাবার বুলেট নিক্ষেপ করা হয়।
Leave a Reply