শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কেন্দুয়ার রোটারিয়ান নাজমুল হাসান

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩২৩ পঠিত

 

কেন্দুয়া প্রতিনিধিঃ জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান এম নাজমুল হাসান।২৪ নভেম্বর সন্ধ্যায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্যাহ ইকবাল যৌথ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রোটারিয়ান এম নাজমুল হাসানকে সহসভাপতি পদে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেন। ,

২৫ নভেম্বর বিষয়টি নিশ্চিত করে রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, জিয়া মঞ্চ আমাকে যে দায়িত্ব প্রদান করেছে আমি তা যথাযথভাবে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করব । কর্মজীবনে অত্যন্ত সফল ব্যবসায়ী এম নাজমুল হাসান বর্তমানে ঢাকা চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রির একজন সদস্য এবং ডাইনামিক গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক। জানা গেছে, ১৯৭৪ সালের ২৬ ডিসেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন এম নাজমুল হাসান।,

তার পিতা প্রয়াত আব্দুল হামিদ এবং মা রোকেয়া আক্তার। বাবা ঢাকায় বসবাসের সুবাদে ছোটবেলা থেকেই এম নাজমুল হাসানের বেড়ে উঠা ঢাকা শহরেই। সেখানে প্রাথমিক ও মাধ্যমিকের পড়াশোনা শেষ করে ভর্তি হন তেজগাঁও কলেজে। আর তখন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেতনাকে বুকে লালন করতে শুরু করেন। ,

তিনি তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত দীর্ঘ ৩০ বছর যাবত তিনি নিজ এলাকা নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং সার্বিক সহযোগিতা প্রদানসহ দলের আন্দোলন সংগ্রামে বিভিন্ন কর্মসূচিতে অর্থ সহায়তা প্রদান করে আসছেন।

 

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি