সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আলপনা আহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ পঠিত

 

বিশেষ প্রতিনিধি ঃ-নেত্রকোনায় পৌর শহরের স্টেশন রোড এলাকায় ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আলপনা বেগম আহত হয়েছেন। শুক্রবার সকালে মুক্ত দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে আদর্শ বালিকা উ”চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনার শিকার হন তিনি।,

পরে স্থানীয়রা এসে উদ্ধার করে চালককে আটক করে নেত্রকোনা মডেল থানায় সোপর্দ করে। মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ আহত আলপনাকে হাসপাতালে পাঠান। সেইসাথে চালককে আটক করেন। জানা গেছে, নেত্রকোনা মুক্ত দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্য সকালে সাতপাই বাসা থেকে বের হন আলপনা। ,

পরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছাতেই দাঁড়িয়ে থাকা ইজিবাইকটি সামনের ইজিবাইকগুলোকে ওভারটেক করে ঘুরিয়ে মোটরসাইকেলের উপর তুলে দেয়। এতে গুরুতর আহত হন আলপনা। লাইসেন্স বিহীন অটোরিকশাটিতে ছিলো না লুকিং গ্লাস। এমনকি চাবি ছাড়াই চালাচ্ছি ছিলেন চালক জামাল হোসেন (২০)।,

চালক কে গাতি ইউনিয়নের মফিজুলের ছেলে। ইজিবাইকটি তার নিজের নয় বলেও আটক জামাল জানায়। কোন নিয়ম কানুন না মেনে চালানোর বিষয়টি আমলে নিয়ে মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান এ ব্যাপারে মামলা হয়েছে। আলপনা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এদিকে আটক ইজিবাইক এবং দুর্ঘটনা কবলিত সাংবাদিকের মোটরসাইকেলটি জব্দ রয়েছে।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি