মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে আলোচনা ও জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ,
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহম্মেদ আকুঞ্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শান্তা।,
অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান, মহিলা সমিতির সভানেত্রী আকিকুন্নেছা খানম বিউটি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জয়িতা সম্মাননা হিসেবে সফল জননী নারী সুরাইয়া খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সুরাইরা আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জিন্নুরাইন উম্মে রিফাতকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
Leave a Reply