সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

মোহনগঞ্জে বাড়ীর পাশের ক্ষেতে মিলল যুবকের গলাকাটা মরদেহ

মো কামরুল ইসলাম রতন
  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৪ পঠিত

বিশেষ প্রতিনিধি: ঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের মোঃ শরীফ আহম্মেদ (২২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে ১১ ডিসেম্বর বিকেলে নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রোববার মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।,

তথ্যানুসন্ধানে, মোঃ জামরুল ইসলামের ছেলে মোঃ শরীফ আহম্মেদের সাত মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। শরীফের দুলাভাই জাকির হোসেন পাবেল বলেন, বিকেলে চুল কাটার কথা বলে বাড়ি থেকে বের হন শরীফ। সন্ধ্যার পর বাড়ি ফেরেননি। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে একটু দূরে ক্ষেতে মোঃ শরীফ আহম্মেদকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন এক প্রতিবেশী। তাঁর চিৎকারে পরিবারসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে মোঃ শরীফ আহম্মেদকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোঃ শরীফ আহম্মেদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোণা মর্গে পাঠায়।,

উপজেলা ৫নং সমাজ-সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল জানান, রাতে বাড়ির পাশে মোঃ শরীফ আহম্মেদকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনাচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করতে আসেনি। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। কিন্তু এখন নাম প্রকাশ করা যাবে না। বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান বলেন, হত্যার কিছু চিহ্ন পেয়েছি, সেগুলো যাচাই করছি। আশা করি দ্রæত এই হত্যারহস্য উদঘাটন করতে পারব। নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মোঃ সাইদুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) শফিকুজ্জামান, এসআই মমতাজ, এসআই তাজুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। ,

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি