সরকারী বিধি মোতাবেক নেত্রকোনার আটপাড়া সদরে অবস্থিত আটপাড়া থানা শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য একজন নৈশ প্রহরী,একজন নিরাপত্তাকর্মী এবং একজন অফিস সহায়ক আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা জেএসসি/জেডিসি/সমমান। অফেরৎযোগ্য ৫০০/-(পাঁচশত) টাকার পোস্টাল অর্ডার, ০৩ কপি পাসফোর্ট সাইজের ফটো এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ বিজ্ঞপ্তি প্রকাশের পনের দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করিতে হইবে। নৈশ প্রহরী এবং নিরাপত্তাকর্মী পূর্বে যাহারা আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করতে হবে না ।
প্রধান শিক্ষক
Leave a Reply