পূর্বধলা প্রতিনিধি:-নেত্রকোনার পূর্বধলায় চলতি বোরো মওসুমের শেষ পর্যায়ে পুরো দমে চলছে আবাদের ধুম। এখন চলছে আগাছা পরিস্কার ও সার দেয়ার কাজ। গত আমন মওসুমে অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলের আবাদ কিছুটা ব্যাহত হলেও এবার ওই ঘাটতি বোরো দিয়ে পুষিয়ে নিতে কৃষকরা বোরো আবাদে ঝাঁপিয়ে পড়েছেন। ফলে উপজেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ২১ হাজার ৭শ’৪০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২শ’ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী), ৮ হাজার ৫শ’ হেক্টর জমিতে হাইব্রিড জাতের বোরো ধান চাষের আবাদ করা হয়েছে। সার মনিটরিং জোরদার কারার কারনে সার ও কিটনাশকের কোনো সমস্যা হচ্ছে না।
বিদ্যুতের লোড সেডিংও নেই। সব মিলিয়ে পরিবেশ অনুকুলে থাকলে এবার পূর্বধলায় বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যেই ৮হাজার ৫শ’ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ও ১৩ হাজার ২শ’ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জিত হয়েছে। এ বছর সার পর্যাপ্ত পরিমানে মওজুদ রয়েছে,আবহাওয়া ও পরিবেশ অনুকুলে থাকলে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ধান রোপণের কাজ শেষ করে আগাছা পরিস্কার, সার ও সেচ কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। তারা দিন আর রাত নেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে কাজ করছেন। হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, এবার তিনি ৯শ ৬০ শতক জমিতে চারা রোপণ করেছেন। উপ-সহকারি কৃষিকর্ম কর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন সব কিছু ঠিক থাকলে এবং পরিবেশ অনুকুলে থাকলে প্রতি শতকে ১মণ করে ধান উৎপাদনের সম্ভবনা রয়েছে।
Leave a Reply