মোহনগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে নেত্রকোণা -৪ আসনের এমপি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান প্রধান অতিথির ভাষণে বলেন, আমি স্বচ্ছ ও সততা নিয়ে কাজ করতে চাই। আমি অন্যায় পছন্দ করি না। কেউ অন্যায় ভাবে কিছু করলে আমি তাকে সেল্টার দিবো না। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত এই সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি এমপি সাজ্জাদুল হাসান মোহনগঞ্জের মাদক, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন সমস্যার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ইউএনও রেজওয়ানা কবীরের সভাপতিত্বে সুধী সমাবেশে উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার শিল্পী, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান রতন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজ রহমান প্লাবন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এমপি সাজ্জাদুল হাসান গত ৭ জুলাই জৈনপুর সংলগ্ন ভাটা পাড়া গ্রামে রথযাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকালে বরান্তর সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গত ৮ জুলাই খালিয়াজুরী উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটান। গত ৯ জুলাই মদন উপজেলা বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন। আজ সমাবেশ শেষে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃক্ষরোপন করেন।
Leave a Reply