বিশেষ প্রতিনিধি :নেত্রকোণা জেলা প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে পদাধিকারবলে আহবায়ক হয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন বাংলাভিশন প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম।শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরী সাধারণ সভায় এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সম্মানিত সদস্য করা হয়েছে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি দিলওয়ার খান, মানব জমিনের কবির হোসেন চান মিয়া, প্রথম আলো’র পল্লব চক্রবর্তী, মাই টিভি’র আনিসুর রহমান ও এটিএন নিউজের শামীম আহমেদকে। উল্লেখ যে, গেলো বছরের ২২ মার্চ জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত হয়।
পরে সেসময় প্রেস ক্লাবের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার চালানোর প্রতিবাদে কর্মবিরতি ও প্রতিবাদ সভা করে কর্মরত সাংবাদিকরা। পরে সে বছরের ১৮ এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে আহবায়ক ও মো: হাবিবুর রহমান কে সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছিল। জরুরি সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে সাবেক আহবায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমানকে স্থায়ী বহিষ্কার এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাফিকুজ্জামান ও প্রেসক্লাবের নবীন প্রবীণ সদ্যসবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply