বিশেষ প্রতিনিধি “নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এতে উপজেলার পৌরসভার ও ৭ টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।এছাড়া পৌর কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ, বণিক সমিতি , ফারিহা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, সাবেক সভাপতি আ,খ ম শফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ তালুকদার, সাবেক পৌর বিএনপির সভাপতি ভিপি জাহাঙ্গীর, ধর্মপাশা উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ আব্দুল মোতালিব, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক , উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস শাদী চৌধুরী অপু প্রমুখ।
Leave a Reply