বিশেষ প্রতিনিধিঃ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ময়মনসিংহ এবং নেত্রকোণা সদর উপজেলায় সরকারি ও বেসরকারি ২০টি স্বাস্থ্যকেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম, মোবাইল অ্যাপ্লিকেশন, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং বেসরকারি হাসপাতালগুলোতে ১০% বেড এবং চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সচেতনতা তৈরীকরণ কার্যক্রম পরিচালনা করছে।
সিরাক-বাংলাদেশ এর সহযোগীতায় “নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন” শীর্ষক প্রকল্পটির কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জানুয়ারি নেত্রকোণার সাবলম্বি উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারে সমন্বয় সভার আয়োজন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন কালে তথ্য জানান সিরাক-বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার সংগীতা সরকার। প্রকল্পটির অধীনে থেকে সভায় প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণা সদর উপজেলার ৮টি স্বাস্থ্যকেন্দ্রের মে’২৪ থেকে ডিসেম্বর’২৪ এ সংগৃহিত প্রজনন স্বাস্থ্যসেবা (৬৩), প্যাক সেবা (৫৭) ও পরিবার পরিকল্পনা(১২৫১), বেসরকারি হাসপাতালগুলোতে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য ১০% বেড ও চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগ হিসেবে ১০% বিনামূল্যে বেড ও চিকিৎসা (১১০) সেবা তথ্য উপস্থাপন ও আলোচনা করা হয়, যার মধ্যে স্বাস্থ্যকেন্দ্র থেকে সংগৃহীত তথ্য আলোচনা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, মোবাইল অ্যাপ্লিকেশনের কার্যকারিতা, এবং বেসরকারি হাসপাতালগুলোতে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য ১০% বেড ও চিকিৎসা সেবা নিশ্চিত করার উদ্যোগের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
সিরাক-বাংলাদেশ এর উপপরিচালক (প্রোগ্রাম), মো: সেলিম মিয়া-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কার্যালয়, সদর নেত্রকোণা এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মো. সিরাজুল হক ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
সভায় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), মা ও শিশু কল্যাণ কেন্দ্র, সদর নেত্রকোণা; কৃপা নাথ পাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুরাইয়া আফসানা, চল্লিশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নাহিদা সুলতানা, কাইলাটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শীকা সুমা আক্তার, শহীদ বীর মুক্তিযোদ্ধা এলাহী নেওয়াজ ওসমানী প্রাইভেট হাসপাতাল এর মেডিকেল এসিসটেন্ট, আবির হোসেন, হাওর প্রাইভেট হাসপাতাল এর নার্স, রুমা আক্তার, নগর স্বাস্থ্য কেন্দ্র-১ এর কাউন্সিলর সোহেলী চৌধুরী, নগর মাতৃসদন এর কাউন্সিলর, পপি আক্তার, এছাড়া সিরাক-বাংলাদেশের প্রোগ্রাম অ্যাসোসিয়েট রবিন মিয়া, প্রোগ্রাম অফিসার সংগীতা সরকার এবং প্রোগ্রাম এসোসিয়েট শাপলা আক্তারও উপস্থিত ছিলেন। সিরাক-বাংলাদেশের এই উদ্যোগ প্রজনন স্বাস্থ্য সেবা ও জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং অসহায় জনগণের জন্য স্বাস্থ্য সেবার সহজলভ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply