মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ও স্বপ্ননীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আয়োজনে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বুধবার ২২ অক্টোবর সকাল সাড়ে ১১টায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।,
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মির্জা বায়েজিদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক, স্বপ্ননীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ মাহবুব আলম, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর হাবিবুর রহমান, ৯ম শ্রেণির শিক্ষার্থী সাবিহা ইসলাম সাবা প্রমুখ।,
প্রধান অতিথি জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বক্তব্যে বলেন- পাইলট স্কুল চত্বরে মাদক সেবনের সংবাদ শুনে আমরা যথাসময়ে উপস্থিত হয়ে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেয়া হবে। মাদকের তথ্য প্রদানকারীর নাম গোপন রাখা হবে। সুনামধন্য স্কুল চত্বরসহ মোহনগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে। মোহনগঞ্জে মাদক বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply