স্পোর্টস ডেস্ক : ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ৩১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা। আর এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
বুধবার বোল্যান্ড পার্কে প্রথমে ব্যাট করা প্রোটিয়ারা নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে ভারত।
২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ৮৪ বলে ৭৯ রান করেন শিখর ধাওয়ান। এছাড়া বিরাট কোহলি ৫১ ও শার্দুল ঠাকুর ৪৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি ও আন্ডিলে ফেলুকায়ো ২টি করে উইকেট পান।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ডাসেনের অপরাজিত ও অধিনায়ক বাভুমার অনন্য সেঞ্চুরিতে ভালো সংগ্রহ পায় স্বাগতিকরা। তৃতীয় উইকেট জুটিতে তারা ১৮৪ বলে ২০৪ রানের পার্টনারশিপ গড়েন।
দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন ডাসেন।একই ভেন্যুতে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এস/জ
Leave a Reply