শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

নেত্রকোনায় মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৪৪ পঠিত

বিশেষ প্রতিনিধি”:নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও একটি আদর্শিক সুশীল সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ সব সময় মানুষকে সমৃদ্ধ করে।

২৫ আগস্ট নেত্রকোণা প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোণায় গণমাধ্যম কর্মীদের নিয়ে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র আয়োজিত জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক নিয়ে ‘হত-দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবাধিকার সাংবাদিকতা’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে সমন্বয়ক সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহা-সচিব, বাসসের সিনিয়র সাংবাদিক খাইরুজ্জামান কামাল ও প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান। সার্বজনীন মানবাধিকার সনদ, নারী অধিকার সনদ, শিশু অধিকার সনদ সম্পর্কে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক শাহনাজ পলি ও ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আহমদ উল্লাহ। পরে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি