বিশেষ প্রতিনিধি;নেত্রকোণা জেলার বারহাট্টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার মূল্য তালিকা প্রদর্শন না করায় হাসপাতাল গেট এলাকায় ইকরা ডায়াগনস্টিক সেন্টারকে ৪ হাজার টাকা, সেবা ডিজিটাল ডায়াগনস্টিক কে ৩ হাজার টাকা, গোপালপুর বাজার এলাকায় হাফিজুর রহমান ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং প্রিয়া ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনীর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ০৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় বারহাট্টা উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর আব্দুস সালামসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন জেলা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ টিম।
Leave a Reply