বিশেষ প্রতিনিধি :নেত্রকোণায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এবং উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভ‚মিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাবলিক হলে নেত্রকোনা জেলা পুলিশ এ সেমিনারের আয়োজন করে।নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ এর সবাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম। এসময় তিনি বলেন, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই, যারা জঙ্গি হিসেবে দেশকে উপস্থাপন করতে চায় তারা দেশের শত্রæ সকলের সহযোগিতায় জঙ্গিবাদ চিরতরে নির্মল করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।
Leave a Reply