বিশেষ প্রতিনিধি ঃ–গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে প্রথম বার গঠিত হলো জাতীয় যুব কাউন্সিল। বাংলাদেশে ৫ কোটি যুবকের প্রতিনিধিদের মধ্য থেকে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে প্রতিটি জেলা হতে ১ জন করে মোট ৬৪ জন ও বিশেষ শ্রেণীভূক্ত ১১ জনসহ বাংলাদেশে মোট ৭৫ জনকে গত ৩ এপ্রিল তারিখ যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক এর কার্যালয় থেকে গেজেটের মধ্যে দিয়ে সাধারণ পরিষদ সদস্য নামের তালিকা প্রকাশিত হয়।
প্রকাশিত গেজেেেট সাধারণ পরিষদ সদস্যদের নামের তালিকা অনুযায়ী প্রথম বারের মতো জাতীয় যুব কাউন্সিল নেত্রকোণা জেলা প্রতিনিধি হলেন নায়েকপুর গ্রামের, মদন উপজেলার কৃতি সন্তান মোঃ দেলোয়ার হোসেন খান। আশা রাখছি বাংলাদেশের যুবসমাজকে স্বাবলম্বী এবং সফল আত্মকর্মী তৈরি ও বেকারত্ব নিরসন সহ দক্ষ যুব তৈরিতে নব নির্বাচিত জাতীয় যুব কাউন্সিল নেত্রকোণা জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন খান অগ্রগণ্য ভূমিকা পালন করবে।মোঃ দেলোয়ার হোসেন খানের জন্ম ১৯৮৯ খ্রিস্টাব্দ।
তিনি নেত্রকোণা জেলা মদন উপজেলা নায়েকপুর গ্রামে মোঃ ছদ্দু খানের ছেলে। পরিবারে তিন ভাই দুই বোনের মধ্যে ৪র্থ সন্তান। তিয়শ্রী এনএইচ খান একাডেমী স্কুল থেকে এসএসসি, আবু-আব্বাছ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি, নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোণা থেকে বিবিএস ডিগ্রী অর্জন করেন। ছাত্র জীবনে পড়াশোনার পাশা-পাশি স্থানীয় যুবদের নিয়ে ২০০২ সাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে নেতৃত্ব ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। উন্নয়নের সহযোগীতায় আমরা… এই মূলমন্ত্রকে সামনে রেখে নিজেকে প্রকৃত সেচ্ছাসেবক হিসেবে সমাজের কল্যাণার্থে বিলিয়ে দেওয়ার নিরবিচ্ছিন্ন মনোভাব নিয়ে সমাজ তথা জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তর থেকে কুসংস্কার দূও কওে সামাজিক সচেতনতার তৈরির মাধ্যমে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ, শিক্ষিত জনসমাজে পরিনত করতে নিজেকে বিলিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়ী একজন সেচ্ছাসেবী হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে যার আত্ম-প্রকাশ।
এ যাবৎ একক প্রয়াসে দুঃস্থ, অসহায়, অনাথ, অটিজম, প্রতিবন্ধী, বিধবা, ভবঘুরে, রাস্তায় বসবাসকারি, পথশিশু, শিশু শ্রম রোধ, মাদক বিরোধী কার্যক্রম সহ সকল যুবদের বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণের প্রচেষ্ঠা সফলতার সাথে চালিয়ে যাচ্ছে। এলাকার সাধারণ জনগন থেকে শুরু করে গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষক সহ সকলের স্বতর্স্ফূত অংশগ্রহণ যাকে আরো অনুপ্রেরণা যোগিয়েছে প্রতিনিয়ত।
তিনি স্থানীয় ও জেলা পর্যায়ে যুব অগ্রগতী কর্মকান্ড পরিচালনা করে বিভিন্ন ধরনের পুরস্কার স্বীকৃতি প্রাপ্ত হন, যার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান অধিকারী হিসেবে সম্মাননা, মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী মেলার সেরা স্টল হিসেবে সম্মাননা, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক কর্তৃক জেলার সফল যুব সংগঠক হিসেবে মনোনীত হওয়ার সম্মাননা সনদ, মাদক বিরোধী বিভিন্ন আন্দোলনে স্বক্রিয় ভূমিকা পালনের জন্য জেলা পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত স্বীকৃতি উল্লেখযোগ্য।
জাতীয় যুব কাউন্সিল সাধারণ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় অনুভুতি প্রকাশে মোঃ দেলোয়ার হোসেন খান জানান আধুনিক জীবনযাত্রা ও শিক্ষায় পিছিয়ে পড়া দুঃস্থ জনগোষ্ঠী ও গারো নৃ-গোষ্ঠীর বসবাস সমৃদ্ধ এলাকা হলো নেত্রকোণা জেলা। নেত্রকোণা জেলার ১০টি উপজেলার বসবাসকারি যুব জনগোষ্ঠীর দক্ষতা ও অন্যান্য আয় বর্ধক কর্মসূচী গ্রহণ থেকে বঞ্চিত।
নেত্রকোণা জেলার প্রতিটি উপজেলায় সকল স্তরের যুব সমাজের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মধ্য দিয়ে তাদেরকে সচেতন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।জাতীয় যুব কাউন্সিল বিধিমালা- ২০২১ কর্মপরিধি অনুযায়ী কর্মসংস্থান বা আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে এলাকাভিত্তিক চাহিদা নিরুপণ; আধুনিক বিশ্বের যুব সমাজের সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রসমূহ চিহিৃত করা; জাতীয় ও আন্তর্জাতিক যুব ফোরামসমূহের সহিত যোগাযোগ রক্ষা করা;
যুবদের বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ, তথ্য বিনিময় ও গবেষণা কার্যক্রম পরিচালনা; যুবদের উন্নয়নে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রণয়ণ এবং উহা বাস্তবায়নকল্পে কৌশল নির্ধারণ; সমসাময়িক সামাজিক সমস্যা বিষয়ে যুবদের করণীয় নির্ধারণ ও তৎসংক্রান্ত উদ্যোগ গ্রহণ; জাতীয় দুর্যোগসমূহ মোকাবিলা স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ড হিসেবে সরকারের সহিত যৌথভাবে উদ্যোগ গ্রহণ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্তবধানে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগী সংস্থা হিসাবে যুব কার্যক্রম বাস্তবায়ন করা। সরকার কর্তৃক প্রদত্ত জাতীয় যুব কাউন্সিল প্লাটফর্মের মাধ্যমে যুব কল্যাণমূলক কার্যক্রমের দ্বারা নেত্রকোণা জেলায় ১০টি উপজেলার সকল শ্রেণীর যুব নারী ও যুব পুরুষদের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক তথা যুব সচেতনতা বৃদ্ধির পাশা-পাশি যুবদের ক্ষমতায়ন নিশ্চিত করতে পারবো, ইনশাআল্লাহ।
Leave a Reply